
প্রথম বিটকয়েন ব্লকে একটি বিশেষ সংকেতে একটি প্রতীকী বার্তা অন্তর্ভুক্ত ছিল। সেই বার্তায় ব্রিটিশ দৈনিক দ্য টাইমসে ২০০৯ সালের ৩ জানুয়ারি ব্রিটিশ অর্থমন্ত্রী ব্যাংকের জন্য দ্বিতীয়বারের মতো বেলআউট করার সংবাদের শিরোনাম দেখা যায়। ২০০৮ সালের ২৮ অক্টোবর সাতোশি নাকামোটো বিটকয়েনের শ্বেতপত্র প্রকাশ করেন। ২০০৯ সালের ৩ জানুয়ারি বিটকয়েন মাইনিং শুরু হলে ৩ জানুয়ারি ক্রিপ্টোকারেন্সির জন্মদিন পালন করা হয়।
২০০৯ সালের ৯ জানুয়ারি বিটকয়েন সফটওয়্যার প্রথম প্রকাশ করা হয়। ১২ জানুয়ারি বিটকয়েন নেটওয়ার্কে প্রথম লেনদেনের নজির দেখা যায়। সাতোশি ও কিংবদন্তি সাইফারপাঙ্ক হ্যাল ফিনির মধ্যে ১৭০ নম্বর ব্লকে রেকর্ড করা হয়েছিল। প্রথমবার তখন সাতোশি ১০ বিটকয়েন পাঠান হ্যাল ফিনিকে
0 Comments